দুটি কবিতা ।। সফিয়া জাহির 

বৃক্ষ মানুষ 

যদি বৃক্ষ হই, বৃক্ষগুলো হয় মানুষ 
পৃথিবীটা পরিশুদ্ধ হবে তো?
বাতাস থেকে কালো ধোঁয়া নিঃশেষ হবে কি চিরতরে 
মৃত্যু উপত্যকায় সঞ্চারিত হবে কি প্রাণের স্পন্দন
নারীর দেহ খামছে ধরবে না আর কোনো বন্য শুয়োর
শিশু, কিশোর অথবা শতবর্ষী বৃদ্ধার অসহায় আর্তনাদ 
প্রতিধ্বনিত হবে না রাতের অন্ধকারে 
উপাসনালয় কিংবা ধর্মীয় শিক্ষালয়ের বদ্ধ দেয়ালে
ক্ষমতার লোভে পুরুষ নদীর বুকেও কাটে নখের আঁচড় 
বাহাদুরি থামে না, কর্তন করে জলের শরীর 
গর্জে উঠে নদী, ভাঙে বসত বাড়ি 
মানুষরূপী বৃক্ষ যদি হাতে তুলে নেয় কুঠার 
অবাক হবো না, যার যা প্রাপ্য পেতেই হবে 
তার শরীর পুড়ে যাক চিতার আগুনে 
মানুষ যদি বৃক্ষ হয়, বৃক্ষগুলো মানুষ 
পৃথিবী থেকে যাবে তো থেমে দুর্বৃত্তের উৎপাত?
 
সবুজ চোখের ইশতেহার 

তোমার সবুজ চোখ দেখে
মনে হলো কে যেন বসিয়ে দিয়েছে এমারেল্ড
সবুজ বনানী, দ্রীনা নদীর সবুজ জল
টিয়ে পাখির খসে পড়া পালক
তোমার মুখের ভাষা বুঝি না
কিন্তু অনায়াসে বলতে পারি
কী বলে তোমার চোখ, কিসে অভিযোগ 
যন্ত্রণায় কেনইবা কাতরায় 

শ্যামলিমা কেড়ে নিয়ে ধূসরতায় ঢেকে দেয়
পেন্টাগনের কূটকৌশল, তালেবানের বারুদ 
তোমার স্তনের দুগ্ধ পান করে
গুড়িয়ে দেয় তোমাদের বসত, ফুটো করে আকাশ 
রঙগুলো মুছে যায়, পড়ে থাকে রক্তাক্ত চাদর 
চাদরের সুতোয় সে এক দীর্ঘ হাহাকার
থেতলে যায় হাতের আঙুল, কবিতার বুক 
তোমার সবুজ দুচোখ 
নেকাবের ভেতর ঝুলিয়ে রাখে ব্যানার
মহাকালের জোড়ালো ইশতেহার


 সফিয়া জাহির, কবি, যুক্তরাজ্য

menu
menu