তিনটি কবিতা ।। শান্তনু পাত্র 

নষ্টপুরুষ

ক্ষয়ে যাওয়া পথের কিনারে
মোচড় উঠছে বেজে বুকের ভিতর
খননে কবলিত গ্রাম অশ্রুকে সামলায়
দ্বিধা আসলে প্রকৃত ভুল। প্রেমের অসুখ
ভাঁজগুলো বিরহপর্বে জুড়েছি
এত আকালের দিনে কতটা ডুবলে নষ্টপুরুষ!

জড়ুলদাগ

জড়ুলভাগ্যে বিশ্বাস করিনি কোনোদিন
এই যে গৌরচন্দ্রিকা 
এই যে নব নব যুদ্ধ
এক গ্রীষ্মে সব ঘাস ভূত হয়ে যাবে
পালকের ভিতরে যে উষ্ণগুণ ছিল
ফুল। আজও তোমাকে ভাসিয়ে দিতে পারিনি...

সন্ন্যাসসমগ্র

পুড়ে যেতে দাও বিষাদ বালিকার বিষবৃক্ষ
উড়ে যেতে দাও কলঙ্কিনী খোলস
আমাদের কষ্টসম্ভোগ। লোভের স্বেচ্ছামৃত্যু
দাবানল হতে হতে নৈঃশব্দ্যের দিকে চলে গেল...
প্রান্তিক কাকের স্বভাবদোষ
চঞ্চলতা ভরে নিয়ে ঠোঁটে
আমার সন্ন্যাসসমগ্র তোমার লিপস্টিকের দাগে
কেমন পাখি হয়ে গেল...


শান্তনু পাত্র, কবি ও সম্পাদক, ভারত

menu
menu