বিপরীত রীতি

আমার বন্ধু মাতালের শিরোমনি
অহরহ দেয় শুঁড়ির বাড়িতে হানা
আস্তিনে রাখে জাত গোখরোর মণি
চিতার গুহায় দিনমান আনাগোনা। 

আমি বলি ব্যাটা শোন বেহিসেবি মাথা
বেঘোরে হারাবি বাপের কালের প্রাণ
সে কভু শোনে না আমার হিসেবি কথা
তুফানের সুরে ধরে দরিয়ার গান। 

আমার বন্ধু জুয়াতে ভীষণ পাকা
বজি ধরে রোজ আস্ত জীবনখানা
হেরে গেলে তার চোখে মুখে হাসি মাখা
থামাতে চেয়েছি কখনো শোনেনি মানা। 

ফকিরের মতো অসীম সাহস তার
হাটে হাটে করে কুল-মান বিকিকিনি
বেপাড়ায় আছে সনাতন সংসার
পিরীতের কথা সেখানে গেলেই শুনি। 

আমি ও বন্ধু জন্ম থেকেই চেনা
তবু আমাদের বিপরীত সব রীতি
আমার স্বভাব বাজারে সাহস কেনা
সে খরিদ করে অচেনা অজান ভীতি।


হালিম আব্দুল্লাহ, কবি, কুমিল্লা

menu
menu