প্রথম প্রকাশিত কবিতা ।। মাহমুদুল হাসান
সাদা মেঘের প্রতি
সাদা মেঘের ভেলা,
গায়ে রৌদ্রের গন্ধ মেখে ছুটে চলেছ অজানার পথে,
সহস্রদিনের তৃষ্ণার্ত চাতকের প্রার্থনা তুমি শুনো নাকো
অথচ ঠিকই তৃষ্ণা মেটাও দাঁতাল শুয়োরের।
হায় সাদা মেঘ,
বাতাসে ভর করে আনমনে কোথায় ছুটে চলেছ?
তাকিয়ে দেখো, প্রাণের সঞ্চারিনী ফসলের মাঠ আজ ফেঁটে চৌচির
শ্রমশিল্পী স্বপ্নভরা চোখে তাকিয়ে আছে,
তার ডাক হয়তো তোমার হৃদয় স্পর্শ করেনি
অথচ ঠিকই সাগরের বুকে দিলে বর্ষণের অমিয়ধারা।
যেখানে আফ্রোদিতি, কিউপিডের প্রলোভনে
হেক্টর, একিলিস এর রক্তে রঞ্জিত ইতিহাস রচিত হয়, ধ্বংস হয় নগর সভ্যতা।
সেখানে আমাদের পাটিগাণিতিক হিসেব দৃষ্টিকটু সত্য।
• কবি, বাংলাদেশ।