একক কবিতা ।। আশিসরঞ্জন নাথ

নীলকণ্ঠ

নীল হয়ে যায় কণ্ঠ
বিষ আর বিষ কণ্ঠে ভরা
বিষ নিয়েই যাপন এখন।

যাপন কি আর আছে!
এ তো কেবল দিন গুনে যাওয়া
হরি দিন তো গেল বলে পদাবলিতে
দিন যায় না এখন
বরং পিছু পিছু হাঁটে

কে সে!

বিষ আর বিষের ছায়া।
এই নিয়েই যত মায়া
বন্ধনে বন্ধনে কেবল বিষ আর বিষ।


• কবি, ভারত।

menu
menu