একক কবিতা ।। সারাফাত হোসেন  

কাচের দেওয়াল

একটু একটু ভাঙছি রোজই
একটু হলেও দুজনেই বুঝি
            অন্ধকারে বিসর্জনের সাজ।
মিথ্যে চুমু'ই উপোসী দু'ঠোঁট
সত্যি কেবল কাজল কালো চোখ
            অনিশ্চয়তা বুকের ভেতর আজ।।
অবসরে পদ, পড়ে থাকে চেয়ার
বাড়লে বয়েস কদর করে কে আর! 
            সম্পর্ক যেন ভীষণ দুধে-ভাতে। 
আবেগ কত বলতে পারে বুক ই
মিথ্যে প্রেমে বাড়ছে জীবন ঝুঁকি
            বিচ্ছেদে কি যায় কার তাতে?
বুদবুদে বিষ, বিষাক্ত কথা 
বুক পকেটে আইভিলতা
            কতটা শিকড় আঁকড়ে আছে মাটি?
সেই একটাই মুখ, একঘেয়েমি
কতকটা সে আর কতকটা আমি
            যে যার মতন রোদ বৃষ্টিতে হাঁটি||


• কবি, ভারত। 

menu
menu