একক কবিতা ।। বদরুজ্জামান জামান 

পতঙ্গ জীবন সুখে

আকাশ ফাটা তীর্যক বজ্র ভেদ করে
মৃত্তিকা পোড়ে দীর্ঘ সঙ্গম পথ ধরে।
নদী জল জড়াজড়ি মৃত্তিকার গায়
সবুজের দেহে একি দাবানল হায়!
পতঙ্গ জীবন সুখে অগ্নি খুঁজি মনে
দহন যন্ত্রণা দেহে সখ্য গড়ি রণে।
ধ্বংসস্তূপে সৃষ্টির দিব্য নিয়ে লড়ি
যৌবনের উদ্যাম তরঙ্গ হাতে খড়ি।
পূর্ণিমা নিবিষ্ট আবির জ্যোৎস্না ঝরা
তবু কেন জীবনে রাত্রি আচ্ছন্ন খরা?
ক্ষিপ্ত সমুদ্র গর্ভে হাঙর পোষে সুখে
মরুর স্বপ্ন ঝর্ণা সমুদ্র সখ্য চোখে।
দীপ্ত দিব্যে এসো বজ্র হই আদিগন্ত
মর্ত বন্ধুর পথে রচি সুখ অনন্ত।


কবি ও সম্পাদক, ফ্রান্স।

menu
menu