একক কবিতা ।। আহমেদ ছহুল

দৃশ্যপটের অপর পৃষ্ঠা সবসময় অন্য অবয়ব
সকল সুখের দিনে মনে পড়ে কারো না কারো মুখ
কোন না কোন মাটির ঘরেতে
মাটিতে মিলেমিশে একাকার
সেই সব আর্শীবাদের পুর্ণ হাত, সেই সব তনু।
যেমন করে দুঃখের দিনে, সুখের দিনগুলো
নদীর মতো হৃদয় ভাঙে, নীরবে ঘটায় প্রলয়
কেউ কি দেখে সেই ধ্বস, কেউ কি শুনে সেই আওয়াজ।
তবুও আওয়াজ হয়, ঘুণে কাটার শব্দ হয়।
প্রচণ্ড স্রোতে নদী বয়ে যায়,
অবাক দর্শক হয়ে থাকে স্তব্ধ এপাড় ওপাড়।
তবু স্বপ্ন দেখি, ভালোবাসি ঘরবাঁধি গাই মিলনের গান
লেবু তলায় জোনাক দেখি, চাঁদ দেখে রাত করি পাড়।
• কবি, যুক্তরাষ্ট্র।