তিনটি কবিতা ।। সিয়ামুল হায়াত সৈকত

নিজস্বতা

সমকালে হাত রেখেছিল নাবিকের উশুল 
প্রেমিক মনের ভেতর হেঁশেল ঘ্রাণ
জন্ম ছুঁয়ে একনদী, আস্থার বুনোচোখ
লাল। অথবা জানে বাতাসের ঘর
সিগারেট নিয়ে মিথ্যে ঠোঁটের কাড়াকাড়ি

তোমাকে দিলাম আমার চক্রাকারের দিন
সমস্ত বিকেল দল নিয়ে ঘুম বদল করে যেমনটি।
একদিন এমন প্রচণ্ড বৃষ্টি জমুক— 

জীবনবৃত্তান্ত

জীবন বলতে দেয়ালে-দেয়ালে হাত রেখে চলি
সুন্দর মখমলে নিজে থাকি হ্যাঙ্গার হয়ে
ঠোঁট থাকে চাবুকের মতো;
কথা যেমন প্রেমের গল্প, নদীর হাওয়া!

মনের খোঁজ যেমনটি নৌকো হয় :
বাক্সের গানে ভরপেট থাকে হজমের স্বাদ
চোখের বালিশে প্রেমিক নিজস্ব
আকাশের চোখে চেয়ে বলি,

আমরা পছন্দ করি মিথ্যের শ্লোক
পকেটের কাঁটা হাত, নাক অথবা শক্ত শ্লোগান।

দৈত্য ও প্রেমিক

দেশলাইয়ের চিবুকে অন্তর্ভুক্ত দেয়াল
পলেস্তারার গল্পটি লিখলে কবিতার নাম থাকে না।
শূন্য জমে, ঠোঁট ও শরীরের গর্ত—

পেয়ালায় গরম স্ফীতি : সম্মুখের চিহ্ন
আমাদেরকে নাম বলতে এসে ভুলে যায়
আমিও ভুলি, আমাকে রাখি বন্ধ করে
একটা রেখা টেনে যতক্ষণ সম্ভব হবে!

ফাগুনের দৈর্ঘ্য হিসেবেও নেয়নি প্রেমিকদের


• কবি, বাংলাদেশ।

menu
menu