পাখি আমার একলা পাখি 

মিছিলের সহযাত্রী আমিও ছিলাম 
আমাকে একা ফেলে ওরা চলে গেছে... 
ক্রোশ ক্রোশ মৌন নির্জনতা পেরিয়ে 
নিরুদ্দেশে হারিয়ে গিয়েছিলাম প্রায়  
কৃষ্ণ ভালুকের মতো রোমশ অন্ধকারের 
হিংস্রতা গিলে খেয়েছিলো আমাকে সেখানে 
ক্লান্ত জানু 
দাঁড়াবার সাধ্য নেই 
মুহুরী বাঁধের মতো ভেঙে পড়েছে প্রতিরোধ 
চোখ বেয়ে বেরিয়ে পড়লো 
বটের ঝুড়ির মতো হতাশার শতদ্রু 
আমি অবনত হলাম নৈবেদ্যে 
হৃদয় গলে গলে নোনাজল 
উড়ে গেল রোদসীর কাছে 
তর্জনী ঋজু করে বললাম 
'ও আকাশের মালিক 
আমিতো খড়কুটোর মতো অগোছালো উড়ুক্কু 
পশ্চিমে যাওয়া হয়নি আজও পুণ্যস্নানে 
একটু সময় দাও...' 
মনে হয় স্বর্গীয় বাতাসে ভেসে এলো ইলহাম 
সঞ্জিবনে প্রসন্ন হলাম ফোঁটাফোঁটা করে 
শুকিয়ে যাওয়া এই ডালে নড়েচড়ে বসলো পাখিটি
পাখি আমার একলা পাখি  
জানি একদিন উড়াল রাত্রির কাছে 
ডানা মেলবে সে  
মৃত্যুমিছিলে আমিও ছিলাম সহযাত্রী...


• ফেনী

menu
menu