নীলধারা জলের হ্রদ

পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা 
চা বগানের বিস্তীর্ণ সবুজ 
ওর চোখ দুটোকে এলোমেলো করে দেয়
পাহাড়ের চূড়ায় এসে ছুঁয়ে দেয় শাদা মেঘ
সেই মেঘমালার ভেসে যাওয়া দেখতে দেখতে 
ওর হৃদয়টা এলোমেলো হয়ে যায়।
ও আগত অন্যদের থেকে আলাদা হয়ে
আমার নিকটবর্তী হতে থাকে
আমি দূরে সরে যেতে থাকি
আর ও পাহাড়ের ঢাল বেয়ে
আমার দিকে নামতে থাকে ক্রমশ।
নামতে নামতে ঘামতে ঘামতে
ও আমার নিকটবর্তী হয়
এতটা নিকটবর্তী যে আমি ওর কানের
পাশ দিয়ে নেমে আসা ঘামের 
লবণাক্ত গন্ধ পেতে থাকি—
আমি ওর ঘাম মুছে দিতে গিয়ে
ওর নরম চোখের পাপড়ি ছুঁয়ে দিই।
এরপর আর মনে নেই;
দমকা পাহাড়ি হাওয়ায় 
দু 'জনে পাহাড়ের ঢাল বেয়ে
এ ওর ওপর ও এর ওপর
গড়াতে গড়াতে  গড়াতে গড়াতে
কখন যে নীলধারা জলের 
হ্রদের কিনারায় এসে পৌঁছেছি 
তা 
আমরা
নিজেরাই জানতে পারিনি। 


• লেসথো

menu
menu