কোয়ারেন্টাইন চিন্তা
কোয়ারেন্টাইন চিন্তা
তারেক সিদ্দিকী
ধনীরা চিন্তায় আছে
কেমনে কমায় ফ্যাট,
গরিবেরা হিমশিম খায়
কেমনে বাঁচায় পেট।
নেতাদের চিন্তা মাথায়
কেমনে হবে দাতা,
মধ্যবিত্তরা মরে চক্ষু লজ্জায়
কেমনে চাইবে ভাতা।
স্বামীরা চায় বাইরে যেতে
মন টিকে না ঘরে,
স্ত্রীরা চায় স্বামী যেন
সব কাজে হাত ধরে।
বাচ্চাদের মন টেকে না
বন্দী চার দেয়ালে,
ইচ্ছে তাদের পাখি হবে
সূর্য ডুবা এই বিকেলে।
পাখিগুলা চিন্তা করে
মানুষ কেন বন্দী জেলে,
মুক্ত আকাশ মুক্ত বাতাস
মনের সুখে ডানা মেলে।
টেনেরিফ, স্পেন