ভিতর ও বাহির

ভিতর ও বাহির
রবীন বসু

এই যে বৃষ্টি এলো, এই যে শীতল বাতাস
মন খারাপ নিয়ে এলো, মেঘেদের আকাশ। 
আমি তো বসেই আছি, আছি ভিতর বাড়িতে
বাহিরে কে যেন ডাকে, আকুল এক আর্তিতে। 

কে আসবে বৃষ্টি মেখে? কালোছাতা নিয়ে হাতে
নিজের শরীর-ওম দেবে কিশোরের পাতে। 
কুহক জড়ানো মায়া হেঁটে আসে স্মৃতি ঠেলে 
তাকে তো জড়াতে চাই আষ্টেপৃষ্ঠে বুকে পেলে। 

আনন্দে আবিষ্ট হই ভিজে উঠি প্রতি বার
স্পর্শ যেন লেগে থাকে চিহ্নটুকু ইত্যাকার। 
বেহিসেবি বৃষ্টি ডাকে, 'বাইরে, বাইরে আয়'
বালক সাঁতার কাটে ভিতর গড়িয়ে যায়। 

ভিতর বাহিরে যায়, বাহির আসে ভিতরে
জলধারা মেখে প্রেম স্নান করবে অন্তরে। 

কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত

menu
menu