আততায়ী প্রতিপক্ষ

আততায়ী প্রতিপক্ষ
রোকন রেহান

করোনা ভয়ে ভীত মানুষগুলো ছুটছে,
পেছনে রেখে যাচ্ছে কর্মক্ষেত্র ও সংসার
অসম যুদ্ধের মুখোমুখি সভ্যতা, অনিচ্ছুক
প্রস্থান নয় কারো কাম্য, মৃত্যু ভয়ে ছুটছি আমরা।

এখানে বোধের তরবারি ধারহীন,
চিহ্নিত শত্রু আঘাত হানছে সশব্দে।
অথচ মানুষ শ্রেষ্ঠজীব চিরদিন
মাথা নিচু করে পলায়নপর নিঃশব্দে।

যেকোনো সম্পর্কই আজ তুচ্ছ, মড়কের
মুখোমুখি দাঁড়িয়ে,নূহের প্লাবনকে স্মরি,
বিধাতা ভালোই জানে, মানুষতো ঠুনকো নয়!
দুঃশ্চিন্তায় গন্তব্যহীন পথে তবুও হর্ম্য গড়ি।

মারী ও মড়ক নতুন নয়? তবু হই বিচলিত!
ছোবলের করাঘাতে আজ বিচ্যুত গতিপথ
ছুটছি তো ছুটছি আমরা সবাই, সাহসী
জনস্রোত আজ মানে সাময়িক পরাভব।

আমরা, চলো রাখি হাত ভালোবাসা হাড়ে,
বোধের উৎস থেকে, সৃষ্টিকে করি ধারণ ।
যুদ্ধে উপনিত হই, মানুষের ঘামে ও শ্রমে,
ভয়কে করি পদাঘাত, করোনাকে করি বারণ।

শাহজাহানপুর, ঢাকা

menu
menu