ঘরবন্দী 

ঘরবন্দী 
আমির হামজা

নিস্তব্ধতার বাহুতে চেপে সন্ধ্যা আসে 
চুপসে যাওয়া সময়ের আঙিনায়, 
আমাদের দুরারোগ্য পৃথিবী কাঁপছেই,
অনাগত ভবিষ্যতের মানচিত্রে 
কোথাও কোনো সীমানা প্রাচীর নেই, নেই কাঁটাতার!
এক অদৃশ্য শক্তি ক্রমশই ধেয়ে আসছে।

মানুষই মানুষের যন্ত্রণা ফেরি করছে,
স্পর্শে নয় দূরে থাকার মন্ত্রে উজ্জীবিত হও!
বেঁচে থাকো নিজের জন্য, পৃথিবীর জন্য 
অসহায় মানুষের যন্ত্রণা ভাগ করে নিজেকে সুখী রেখেও
মানুষকে ভালোবাসা যায় দূর থেকে।

তবে এটাই সত্যি 
আমাকে আমার জন্য বাঁচতে হবে! 
দূরে থেকে, ঘরে থেকে।

উত্তরা, ঢাকা

menu
menu