মুখোমুখি

মুখোমুখি
বিষ্ণু সরকার

আমাকে বারবার মুখোমুখি হতে হয়

যখন জ্যোৎস্না আলোয় চরাচর ডুবে থাকে
দূরে কোথাও প্রিয়তমার মুখ
অস্পষ্ট হতে হতে দিনের আলো
আমাকে বারবার জাগিয়ে তোলে

যখন চারদিকে সবকিছু স্পষ্ট হয়
দেখি সন্ধ্যা নদীর জল
গড়াতে গড়াতে এইমাত্র ভেসে গেল
ভুবন ছাপিয়ে আরও দূরে, আলোকবর্ষ

পৃথিবীর আলো-বাতাস ফুরিয়ে গেলে
শূন্য-নীল, তারপর স্বপ্নের বাতায়ন
আমাকে উড়িয়ে নিয়ে যায়, পুড়িয়ে দিয়ে যায়,
বারবার মুখোমুখি দাঁড় করায়

কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত

menu
menu