যদি সময় পাই
যদি সময় পাই
মোহাম্মদ হোসাইন
যদি সময় পাই, যদি বেঁচে যাই
যদি আরেকটি জীবন হাতে আসে
মাফ চেয়ে নেব, তার কাছে, তাদের কাছে যারা আমাকে নিরন্তর প্রশ্রয় দিয়েছে।
যারা আমার ভুলগুলো বরাবর ভুলে গেছে
যারা আমার মিথ্যেগুলো, মিথ্যে জেনেও
নীরব থেকেছে এবং
যারা আমাকে, আমার মতো বেড়ে ওঠতে দিয়েছে
সময় পেলে সে ভুল, সে মিথ্যেগুলো শোধরে নেব
নিজেকে গড়ে নেব আবার, যদি বেঁচে যাই
যদি সময় পাই, যদি বেঁচে থাকি
আরও কিছুকাল
মাটি কামড়ে পড়ে রবো, মেখে নেব সারাগায় রোদের অলংকার
যদি বেঁচে যাই
যদি সময় পাই
পেছনে তাকাবো না আর...
আবার যদি সময় পাই
ছেড়ে দেব, ছেড়ে দেব সব
অর্থের বাহাদুরি, মিথ্যে অহংকার কিংবা বেসাতি অসত্যের
যদি আরেকটি দিন, আরও কিছুকাল
বেঁচে থাকি, কোনো ভান করব না
কোনো আড়াল রাখব না
এমনকি নিঃশ্বাস, এমনকি ছায়া
এমনকি পাপ, এমনকি ঘৃণা
সব ভুলে যাব, ভুলে যাব সব
বেঁচে যদি থাকি আরেকটিবার
যদি পাই জীবন আবার
কাউকে কষ্ট দেব না, ক্ষোভে, অভিমানে সরে যাব না দূরে
যদি সময় পাই, যদি বেঁচে থাকি, যদি সময় পাই...
সিলেট