গৃহবন্দি দিনে
গৃহবন্দি দিনে
শেখ জলিল
চলে তো যেতেই হবে একদিন
যেতে চাইও হঠাৎ
শুধে দিতে চাই হৃদয়ের ঋণ
চড়া মূল্যেও নির্ঘাত।
দু'নয়নে দেখে যেতে চাই সব
ভরা প্রকৃতির রূপ
এ মন মানে না কোনো পরাভব
পোড়ায় প্রেমের ধূপ।
শেষ হবে খেলা কোনো এক ক্ষণে
ঘন আবির সন্ধ্যায়
যা কিছু অদেখা ধরা বৃন্দাবনে
চোখে শুধু ঝলকায়।
গৃহবন্দি দিনে এমন উদাত্ত
না-পাওয়া হাতছানি
স্পর্শ-ছোঁয়াহীন সুখের উপাত্ত
ঘরকোণে ফুলদানি।
তুমিও রয়েছো আমিও থাকছি
দু'মিটার দূরে দূরে
বাঁধভাঙা প্রেমে দেয়াল রাখছি
বিরহ হৃদয়ে পুরে।
এডমন্টন, কানাডা