জীবননদী

বাংলার গল্প শোন বন্ধুগণ মজার একটি দেশ
আকাশ ভেঙে বৃষ্টি নামে জলের নেই তো শেষ
দেশটি জলের দেশ জালের বেশ শত শত নদী
নদীমাতৃক দেশটা আমার বইছে নিরবধি
শোন নদীর নাম কত দাম বলবে তুমি ভাই
ফুসফুস ছাড়া দেহের কিন্তু কোনো মূল্যে নাই
তেমনি নদীর সাথে বাঁধা তাতে একটি বাংলাদেশ
সবুজ ঘন বৃক্ষরাজি রূপের নেইতো শেষ
এবার নাম বলি কতগুলি নামে কাব্যময়
পদ্মা-মেঘনা-যমুনা আরও শয়ে শয়
নদী বুড়িগঙ্গা মাথাভাঙ্গা আরও ধলেশ্বরী
কবিতায় মিশে আছে নদী ধানসিঁড়ি
নদী মধুমতি ইছামতী চিত্রা ডাকাতিয়া
পশুর নদী শিবসা যেন সুন্দরবনের হিয়া
নদী শীতলক্ষ্যা করে রক্ষা নারায়ণগঞ্জের নাম
কর্ণফুলীর ঠিকানা জেলা চট্টগ্রাম
নদীর নাম সুরমা গরিমা করে সিলেটবাসী
ঝড়-বন্যা অতি জলে কেউবা বানভাসী
নদী করতোয়া যাবে ছোঁয়া উত্তরবঙ্গে যাও
বরিশালের কীর্তনখোলায় দেখতে পাবে নাও
খুলনার ভৈরব রূপসা মূল ভরসা মাছের আনাগোনা
মধুকবির কপোতাক্ষ সবার আছে শোনা
কবি জীবনানন্দ কত রঙ্গ বলছে কবিতায়
‘‘আসিব আবার আমি রূপসী বাংলায়’’
এই নদীর পাড় বারেবার টানে বারোমাস
বাঙালির মনের ভেতর নদীর বসবাস
কবির দুঃখ মনে ক্ষণে ক্ষণে মরছে নদীনালা
নদীর মতো দুঃখগুলো গাথি কাব্যমালা
দুখের নদীর বয়ে হৃদয়ে দীর্ঘ একটি নদী
নদীর মতো জীবনটা ভাবো একটু যদি
জীবন নদীর মতো কত শত আঁকাবাঁকা থাকে
বাংলাদেশের নদীগুলো মাতৃস্নেহে রাখে
এই বাঙালিকে লাখে লাখে আছে নাড়ীর টান
নদীর সাথে বাধা থাকে বাঙালিদের প্রাণ।

 

menu
menu