কৃষক

কৃষক
কেশব মেট্যা
লকডাউনে ছাড় দেওয়া হয়েছে তোমাকে।
তুমি যে মাটির কথা শোনো,
সবুজ পাতার ডগায় রাখো শুশ্রূষা।
তোমার পথ আটকাবে না পুলিশ
হাতে দেবে না দু'এক ফোঁটা স্যানিটাইজার
তোমাকে মানতে হবে না দূরত্ব
চিরকালই তো তুমি সামাজিক।
এসো, ঝুড়ি ভরে
তুলে দাও খিদের বৈভব।
লকডাউনে ছাড় দেওয়া হয়েছে তোমাকে ;
তুমি যে ভগবান
তুমি যে ভিখিরি!
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত