ছয় ফুট দূরত্বের মাঝে
ছয় ফুট দূরত্বের মাঝে
সৈয়দ মামুনুর রশীদ
প্রেম! তুমি আপাতত দূরত্ব নিয়েই থাকো,
শ্রুতিকটু লাগলেও এখন একেই মেনে নিতে হয়
শ্রুতিমধুর সুরেলা আওয়াজ কর্ণকুহরে অবাঞ্ছিত,
করমর্দন, আলিঙ্গন, চুম্বন এখন সাময়িক রীতিবহির্ভূত,
বিধিনিষেধের হাতকড়া পরে হয়ে গেছি ভিন্ন মানুষ
করোনায় সংক্রমিত চলমান পৃথিবীর গতিপথ,
ছয় ফুট দূরত্বের মাঝে স্থবির জীবন বাধা,
বিলম্বিত লয়ে মানুষ হাটছে, প্রয়োজনে কথা বলছে,
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা ভাবছে,
সহে নিচ্ছে ঘটে যাওয়া অপকর্মের প্রায়শ্চিত্তকে।
চাঞ্চল্যতাকে অন্তরীণ রেখে জানালায় কৌতূহলি দৃষ্টি
অপেক্ষমাণ নিরাময় স্বস্তির পুনর্বিন্যাসে আশার জাগরণ
থমকে যাওয়া মানুষের শূন্য জনপদে
গৃহবন্দি মানুষগুলো ফিরে আসলে
পুনর্বাসিত হবো ভালো থাকার যোগ্যতায়
আলিঙ্গন নিখাদ হবে জানি মনের গহিনে,
রাঙিয়ে উঠবে ধরণী রঙধনুর রঙ মেখে।
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র