যুদ্ধ 

যুদ্ধ 
শ্রীসেন 

যুদ্ধ,যুদ্ধ সেই জন্মতক
যুদ্ধ চলেছে আজও 
যার সৈনিক আমি, তুমি কিম্বা বিগত সে বা তাঁরা 

যুদ্ধ,সেই জন্মতক
যুদ্ধ চলেছে আজও—
কখনও পরাধীনতার শেকল ভাঙা যুদ্ধ 
যুদ্ধ কখনও ন্যায়ের পক্ষে থাকার 
যুদ্ধ কখনও চিন্তার স্বাধীনতার

হায়, আজও অন্ন হলো না সবার!

হুঁশিয়ার, তুমি হুঁশিয়ার আড়ৎদার 
যুদ্ধে যুদ্ধেই ঘায়েল হবে তুমি সাবধান মজুতদার

একটা যুদ্ধ জেতা হলে আরেকটা এসে যায়...

এক অন্য যুদ্ধের ইশারায় এখন এক মহাকালের সাক্ষী আমরা

'কোভিড-নাইন্টিন'—
সে কী ছিন্ন করে দেবে যাবতীয় বন্ধন,কেড়ে নেবে আমাদের বাঁচার অধিকার 
নাকি আরও বেশি কাছাকাছি করে দিতে বিধাতার এও এক অপূর্ব খেয়াল! 

যুদ্ধ, যুদ্ধ সেই জন্মতক
যুদ্ধ চলেছে আজও 
জিতব তো আমরাই এবারও, আজও 

ঘুম ছেড়ে এসো সব্বাই-চলো জাগি, তুমিও জাগো

যুদ্ধ, সেই জন্মতক, যুদ্ধ চলবে আজও...

নতুন যুদ্ধে দুয়ার এঁটে
কাছাকাছি নয়, ব্যবধানে থেকে সব্বাই চলো জাগো

আবার বলছি
তফাৎ যাও, তফাৎ যাও
তফাৎ যাও বন্ধু 
বাঘের ভয়ে তফাৎ সরে
যেভাবে তুমি ঘরের ভেতর জাগো—
এ যুদ্ধে জিততে হলে সেভাবেই তুমি জাগো...

যুদ্ধ, সেই জন্মতক, যুদ্ধ চলেছে আজও...

যুদ্ধ, সেই জন্মতক, যুদ্ধ চলবে আজও, যুদ্ধ চলবে আজও, যুদ্ধ চলবে আজও...

কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত

menu
menu