গোপন রোদন

গোপন রোদন
স্বপ্নীল ফিরোজ

রাত কি এখন দ্বিপ্রহর! শূন্য মাঠে যে আলোটি 
সরে সরে যাচ্ছে সেখানেই তোমার-আমার দৃষ্টি 
গেঁথে আছে। আয়নায় তোমার সাথে আমার 
কোন চোখাচোখি হবে না। এ কেমন অন্ধকার, 
তোমার হাত খুঁজে পাই না। অথচ কথা ছিল দিনের 
আলোয় তুমি তারার মতো লুকিয়ে থাকবে। আমি 
সূর্যকে হরণ করে আমার শূন্য আকাশ বুকে, 
তোমাকে বানাবো ঢিপঢিপ হৃদয়তারা।

গাছে গাছে অসংখ্য ফুলের কলি,ভোরের আলোয় 
চোখ মেলে যে যার প্রিয় মুখ দেখবে। আঁধারে ঝরে 
পড়া ফুলে শবের গন্ধ, আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে 
দিচ্ছে। আমাদের মুখে কোন কথা নেই। রোদন গোপন 
করে আমরা পুড়ে যাচ্ছি। পাথরের বুকে খোদাই করে 
লেখা হচ্ছে প্রিয় নাম।
 
তোমাকে জড়িয়ে না ধরলে আমি কাঁদতে পারি না হে, 
প্রিয়জন। চোখের জলের চেয়ে দামি উপহার মানুষের 
নেই। যে মৃতদেহের শরীরেএকফোঁটা কান্নার জল নেই, 
বিরহীর স্পর্শ নেই, সেই দেহও গ্রহণ করে এই মাটি।
আহা!  সব দুঃখ সইতে পারে বলে, এই মাটির বিছানার ঘুম ভাঙতে পারে না কেউ।

টেক্সাস, যুক্তরাষ্ট্র
অলংকরণ ঋণ : ইউকিপিডিয়া

menu
menu