মেলা ভাঙলে   

মেলা ভাঙলে   
আহমেদ ছহুল

কার ছোঁড়া ফুল তীরের মতো লাগলো গায়ে 
এমন কাঁটা, এমন ব্যথা ।
 
কাঁটার আঘাত সইতে যেয়ে  হৃদয় ফাটার  আওয়াজ হলো    
জানা ছিল না ফুলের আঘাত সইতে পারে না  হৃদয়।
 
হায় রক্ত!    
টানে টানে হৃদয়  চিরে, অবরুদ্ধ ঘোরে
হায় ব্যথা!
কই একবারও বলোনি তোমারও দুঃখ আছে পাতায় পাতায়।
 
আলো আলো বলে রাতের অন্ধকারে খুব কাঁদলে      
প্রিয়মুখ, খাতার কবিতা, দৃষ্টির অক্ষয়তায় ম্রিয়মান ।
 
হায় আঁধার!   
কই একবারও জানতে চাইলে না ,কেন এ অন্ধকার   
কোন গান বাজে, ফাগুনের মেলা ভেঙে গেলে। 

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

menu
menu