ভয়ের মুখোশ
ভয়ের মুখোশ
আতাউর রহমান মিলাদ
দুঃসময় বড়ো আজ মানুষের,আক্রান্ত সময়
হাত ছেড়ে যাচ্ছে প্রিয় হাত, মুখের আদল
চারপাশে বিষণ্ন শিশির, অদৃশ্য অশ্রুপাত
আটকে যাচ্ছে বায়ুর নিঃশ্বাস, বিশ্বাসের দুরত্ব
ঝাপসা দৃশ্যে স্পষ্ট হচ্ছে না কিছু,পাথরের চোখ
ছায়ারা অতিক্রম করছে দেহভার, বিপন্ন বোধ
পৃথিবীজুড়ে শঙ্কা ও ভয়, অবরুদ্ধ কাল
অস্থির সময়ের তর্জনী, সামাজিক বিচ্ছিন্নতা
পুড়ে যাচ্ছে মোমের আখ্যান, বিমূর্ত আগুন
ফ্রেমবন্দী মানুষের মুখ, হাড়ের ফাটল
খসে যাচ্ছে সুরক্ষিত দেয়াল, অলিখিত প্রেম
ভয়ের মুখোশ পরে শাসাচ্ছে অবরুদ্ধ সময়
বিচ্ছিন্নতার সৌন্দর্য নিয়ে দূর হবে পৃথিবীর ভয়।
লন্ডন, যুক্তরাজ্য।