নতুন দিনে কী বার্তা আসে
নতুন দিনে কী বার্তা আসে
অবিনাশ আচার্য
বিশ্বাসে আজ ধরছে ফাটল
ইঁদুর যেনো আটকে আছে ফাঁদে
দেখছো তো আজ বিশ্বমানুষ
বাঁচার জন্য কেমন করে কাঁদে!
সময় যেনো থমকে দাঁড়ায়
সংখ্যা বাড়ে, শঙ্কা বাড়ে;
সর্বগ্রাসী যুদ্ধে যে আজ
নতুন শত্রু, বড়ই রহস্যময়।
কেউ জানে না সূত্র সঠিক
কোনটা ভালো কোনটা বেঠিক
যুদ্ধজেতা শক্তিধরও
পরাস্ত আজ ক্ষুদ্র অণুজীবে
নতুন দিনে এই পৃথিবী
হয়তো নতুন বার্তা এনে দিবে।
বালাগঞ্জ, সিলেট।