একান্ত একা

একান্ত একা
আশিসরঞ্জন নাথ

চেনা মানুষ  চেনা পরিবেশ
কেমন যেন অচেনা লাগে
সবার মুখ মাস্ক নয় যেন মুখোশে পড়েছে ঢাকা
চেনা কথাবার্তা,আলাপচারিতায়
নেই পরিচিত ছোঁয়া,আন্তরিকতা
কেবল মেপে মেপে পোশাকি আলাপন
একটু বেচাল হলে যদি ঘটে অঘটন !
এমন সাবধানতা আর সতর্কতায় সচেতন সবাই

যে পরিবেশ যে আবহাওয়ায় বেড়ে উঠেছি
লতাগুল্মের মতো
সে যেন আজ কোথাও আত্মগোপনে
তাকে যায় না পাওয়া গলিঘুজি খুঁজে

দূরত্ব মানুষকে একাকী করে তোলে
আজ মানুষ বড় একা।

হাইলাকান্দি, আসাম, ভারত।

menu
menu