প্রলাপসিন্ধু

প্রলাপসিন্ধু
বঙ্কিম কুমার বর্মন

বুঝিনি, লতিয়ে ওঠা অন্ধকারের প্রতিশ্রুতি
কিভাবে ফেরি করে বেড়ায় দুয়ারে দুয়ারে অস্বীকার

দীর্ঘায়িত নিখুঁত ঘোলাজল
যা তোমার ঘুমে শুয়ে থাকা নদীটির অশ্রুপলি
গেঁথে দিই পিপাসায় জলের বুনুন

এখন তো কাঁধের পাশেই মেঘের মস্ত গর্জন
প্রাণপণে মেলে দিচ্ছে আলোয় ছায়ার হিংস্রতা
আর ক্রমেই পাল্টে নিয়েছি মুখোশের চুনকাম

দূরত্ব সাজিয়ে আমরা পরস্পরের  একেকটা দীর্ঘ-স্বর 
অক্ষরের পায়ে মাথা ঠুকে 
খুঁটে রাখি বিপন্ন আদুরে প্রলাপসিন্ধু ।

উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত ।

menu
menu