অদৃশ্য হয়ে যাওয়া হাত
অদৃশ্য হয়ে যাওয়া হাত
দালান জাহান
আত্মার ভেতরে কেঁদে ছিলো নারী
তোমরা সে কান্না শুনোনি, তোমরা শুনোনি
নদী নামক শিশুটির মৃত্যু হাহাকার
তোমার ঘরের ছায়ায়
খেলা করে যে অরণ্য আকাশ
যে পথে আজও আমাদের ঘরে
আসা যাওয়া করে বিগত পূর্ব-পুরুষেরা
সে পথে উলঙ্গ হয়ে স্নানে নেমেছিল
সদ্য শীৎকার তোলা
একদল বর্বর তরুণ-তরুণী
লজ্জায় নিজদের মুখে নিয়ে বসন্ত পথ
কোথায় যেন হারিয়ে গেছে তারা।
তোমরা শুনোনি ধ্বংসস্তূপের নিচে
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা
ফিলিস্তিনি শিশুদের জগত কান্না
তোমরা শুনোনি বিনা বিচারে নির্যাতিত
হরিণ সাবকের আদালত চিৎকার।
তোমরা শুনোনি অভিমানী মেঘেদের কথা
পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণে যাওয়ার পথে
গুহায় টেনে নিয়ে বলাৎকারের নামে
যাদেরকে চিরতরে মেরে ফেলে পর্বত।
মাথার উপর থেকে সরে গেছে সেই হাত
যে হাত তুমি সরিয়ে নিয়েছিলে
স্নিগ্ধ শীতল বসন্তের মতো
নরম রমণীর হৃদয় থেকে।
যে হাত তুমি সরিয়ে নিয়েছিলে
বিচারের দাবিতে আত্মাহুতি দেওয়া
সেই ইরানি মেয়েটির সমবেদনা থেকে
যে হাত তুমি সরিয়ে নিয়েছিল
রোহিঙ্গা শিশুর জ্বলন্ত মিছিলে
যে হাত তুমি সরিয়ে নিয়েছিলে
আফগান মেয়েটির নির্বাক আর্তনাদ থেকে
একটু একটু করে যে হাত তুমি গুটিয়ে নিয়েছিল
নিজের পকেটের ভেতর
আজ অদৃশ্য হয়ে গেছে সেই হাত।
যখন সবাই কাঁদে তখন কেউ কাঁদে না
সমগ্র বিশ্বে আজ একটিই স্রোত একটিই নদী
একই দুঃখ একই অশ্রু হৃদয় বিদীর্ণ করে বয়ে যায় অথচ তা বুকে বাঁধে না।
ঢাকা।