ওবায়েদ

ওবায়েদ
শঙ্খশুভ্র পাত্র

আদায় না হলে, আদা, লাগে বটে আমাদের আয়ু
গৃহের ভিতরে থেকে চায় কিছু আর্দ্র-জলবায়ু
ভদ্রজনোচিত এই কথালাপ—মুক্ত-অবকাশ
আমার প্রাণের কাছে ওবায়েদ—শায়িত আকাশ...

অগ্রে শিব, জটাজুট, অর্ধচন্দ্র, ডম্বুরুর ধ্বনি
পশ্চাতে বালকদল—উন্মাদনা, সমুদ্যত ফণি—
দিবস-রজনী স্থির—দোলাচল, যত ভুল-ত্রুটি
আমার ভুবনে, এসো ৷ বেশরে যে ঝকমকে দ্যুতি

তাই নিয়ে মন্দাক্রান্তা—যথাবিধি ছন্দের গৌরব
তুমি সে-আনন্দমন—মধুরেণু, ফুলের সৌরভ...

পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত।

menu
menu