আজ বড় স্পর্শ বিমুখ
আজ বড় স্পর্শ বিমুখ
শওকত হোসেন
কায়ক্লেশে ভাঁটফুল দাঁড়িয়ে আছে মৃত রোগীর মতো
চুম্বন দেবার কথায় ভিজে ওঠে ওর চোখ, দুঃখ ও শোক
ধেয়ে আসা ছুতা ও রোগ—মায়া, আজ বড় স্পর্শ বিমুখ—
নীলবিষই ছিপি খুলে ওযে বাহিরে!
কোথা আজ মোরা—ঘরের মধ্যে ঘর—তাতে মন নাহিরে—
ঋজু ভাঁটের মাথায় করনীয় ঝড়, সবাই তার পর
উশিখুশি পথে—করোনা বিঁধুর—
মনোফুল জানে একাগ্র মায়ায় পৃথিবীতে তবু শিশুরাত—
নাকি মানুষের বিকল্প দাঁড়িয়ে গেছে!
ভাইরাসে মনোদোল সাইরেনে হারিয়ে বিপুল
ধেয়ে আসা ছুতা ও রোগ—মায়া, আজ বড় স্পর্শ বিমুখ—!
ঢাকা।