বেলা অবেলার কবিতা
বেলা অবেলার কবিতা
বিশ্বজিৎ কর
তোমাকে আমি দিতেই পারি
এক সকাল খোলা হাওয়া
দুলবে কি আমার সাথে
"ফুলডোরে বাঁধা ঝুলনায়"?
তোমাকে আমি দিতেই পারি
এক দুপুর সোনালি রোদ্দুর
হাঁটবে কি আমার সাথে
"গ্রামছাড়া ঐ রাঙামাটির পথ"- এ?
তোমাকে আমি দিতেই পারি
এক বিকেল উদাসীনতা
গাইবে কি আমার সাথে
"ভালবাসা কা'রে কয়"?
তোমাকে আমি দিতেই পারি
এক রাত্রি নীরবতা
আমাকে গাইতে দিও
"দীপ নিবে গেছে মম নিশীথ সমীর..."!
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।