মায়া

মায়া
অরিজিৎ চক্রবর্তী

এই যে বাড়ালে হাত
চাঁদ নেমে আসে
ব্যথাটা বেড়েছে খুব
বুকের বাঁ পাশে

এই যে রাখলে ঠোঁট
গোকূলে মধুর
রাতের আকাশ থেকে
নামে ত্রুবাদূর...

অনিন্দ্যবিদ্যার মতো
পূর্ণ শ্রবণের
প্রদীপের শিখা কাঁপে
তেপান্তরের

চলেছি মায়ার দিকে
ত্রিকালদর্শক
ছিঁড়ে নেব কুঁড়িটিকে
ফুটিবে অশোক!

কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।

menu
menu