আচ্ছন্ন স্বরূপ

আচ্ছন্ন স্বরূপ
নিলয় রফিক

প্রাচীন সভ্যতাঘরে বিষেফণা নীল 
কোমল শরীরে থাবা অজ্ঞাত অসুখ
পিঁপড়ার রথেসারি অসহায় স্বর্গ
নিরুপায় জ্যোতিময় আঁধারে নিয়তি
নিসর্গ যাবে না ছুঁয়া,উল্টোপাল্টা চড়
আঘাতে শিরায় কাঁপে মৃতদেহ ফুল
মিছিলে চোখের জল হতভম্ব দেশ
কথালিপি কণ্ঠরোধ বাঁচাও মালিক। 

মনমরা বসুমতী আচ্ছন্ন স্বরূপ
চারপাশে মহামারি করোনাজীবাণু
অশান্তি ক্লান্তিরলগ্নে গ্রামীণ-বন্দরে
উন্মাদ জীবনস্বপ্ন এলোমেলো নাচ
হৃদয়ে প্রার্থনা ডাকো আত্মশুদ্ধি মন
ঝলমলে শান্তিপথ আলোর সুভাস। 

কক্সবাজার।

menu
menu