চোখের সামনে একটি আহত শব্দ
চোখের সামনে একটি আহত শব্দ
আশ্রাফ বাবু
একটি ক্লান্ত বিকেল তারপর আর একটি মুমূর্ষু সন্ধ্যা
বায়ুকোষে লেগে থাকা ধূলো ও একটি কাঁশির শব্দ
চোখের সামনে একটি আহত শব্দ
সময় ও অস্তিত্বের এলোমেলো ঘুরপাক
মৃত অভিশপ্ত স্বপ্নজাল কিংবা পুনরাবৃত্তির হাতছানি
তোমার আঁচল ধোয়া স্পর্শ ভাইরাস?
জীবন তার মায়ার সাথে সম্পর্ক ভেঙে ফেলছে!
অনেক দূরে সরে যাচ্ছে,জানা যায়।
সবার একটা ইচ্ছে, একা হলেও বাঁচতে চাই!
স্পর্শ,সঙ্গ স্বাদ, হবে না নির্ভয়ে চুমু কিংবা হ্যান্ডসেক
তবে জানা যায়নি,তোমার আঁচলে কি করোনাভাইরাস?
কখন আমার শেষ দেখা!কবে পাবো প্রকৃতি তোমার ভালোবাসা।
একটি কাঁশির শব্দ ও করোনার আতঙ্ক প্রশ্নবিদ্ধ।
তুমি ভালো থাকো, দূরে থাকো
জমানো ভালোবাসা নিয়ে একদিন হাজির হবো?
টিপরা বাজার, কুমিল্লা।
আলোকচিত্র : ম আ পলাশ