হোয়াইটক্রাইম ও আশ্চর্যবোধক চিহ্ন

হোয়াইটক্রাইম ও আশ্চর্যবোধক চিহ্ন
এ কে এম আব্দুল্লাহ

ক্যামেরাল্যান্স ভেঙে যখন নেমে আসে উঁচুদরের শান্তহাসি—আমাদের ভেতর মধ্যবিত্ত সংসারগুলো কেঁপে ওঠে। আমাদের বস্তিগুলো আগুনে পোড়ে। আর ধার করা যে বিশ্বাসগুলো ল্যাপটেছিল কপালে—রক্তজলে ধুয়ে-মুছে হয় পবিত্র।

এরপর সংবিধান আর আমাদের মধ্যখানে—কারও মুখ থেকে নেমে আসে তেলমাখা-সাপের মতো বণিকপঙ্ক্তি। আমাদের ঠাডাপড়া চোখের সম্মুখে ঝুলে—অলিম্পিক মেডেল। আর তাদের তৈরি স্টেডিয়ামে দৌড়াতে দৌড়াতে ফেটে যায় আমাদের দেহ। আমরা টাইম-আউটের ইশারায় দূর্বাঘাসের ডগায় বসে দোয়া-এ ইউনুস পড়তে পড়তে নিজের রক্ত, নিজেই শুষে খাই।

এখন মানিক মিয়া অ্যাভিনিউর ফুটপাতে আমাদের চোখ থেকে কেবল ঝরে পড়ে—অতীত সংস্কার।

লন্ডন, যুক্তরাজ্য।

menu
menu