স্নায়ুবিক চিন্তার বিকিরণ
স্নায়ুবিক চিন্তার বিকিরণ
আহমেদ ইউসুফ
আকাশের অভিমুখে সকরুণ দৃষ্টিতে তাকিয়ে আছে
প্রজাপতির বারো হাজার চোখ
নিউরন বিগলিত স্নায়ুবিক চিন্তার বিকিরণ হচ্ছে
দেশ-বিদেশের প্রতিটি ঘরে দ্বন্দ্ব সমাসে সমাসে
অভাব আর অভিযোগের আবডালে
যেন এ সাজানো সংসার
আসুক মহামারী আসুক ঝড়
তবু না হোক বেদনার কারাগার।
সমযোজী বন্ধন সৃষ্টি হোক
হৃদপিণ্ডের অলিন্দে অলিন্দে
কার্ডিয়াক পেশির ছন্দে ছন্দে অপার আনন্দে।
করোনা নিছক কোন মহামারী নয়
এ যেন বিধির এক অগ্নিপরীক্ষা
যা প্রতিনিয়ত অতিক্রম করে আমরা সম্মুখে যাই
ভয় নয় ভয়, করবো জয়; নিশ্চয়
যদি নেই সময়ের দীক্ষা
তবে এ করোনার বিরুদ্ধে জেগেছে
যে বিশ্বভ্রাতৃত্ববোধ; তা দিয়েছে বুক থেকে বুকে ঠাঁই।
মুরাদনগর, কুমিল্লা।