কনফেশন

কনফেশন
পিয়াস মজিদ

ঊষর-তুষার-মরু-মধুর
দিগন্তের নীল, জলের নুড়ি
সেতু আর বিচ্ছেদ;
মানুষের ব্যবহারে ক্লান্ত সব
তাদের ঘুমের দেশ খোঁজে। 

পৃথিবীতে মানুষ
কাফকার কয়েদ কলোনি থেকে
রবীন্দ্রের রাতের রেলগাড়ি ধরে
লালনে লীন হয়ে
পামুকে প্রেম পেয়েও
পারেনি ঠিক করতে 
তার যথাযথ ঘুমের গন্তব্য।
নিজে নির্ঘুম এতকাল তাই
অযথা জাগিয়ে রেখেছে
পৃথিবী নামের 
রোদবৃষ্টিছায়ার-ছাউনি।

এখন শ্রান্ত এরা সকলে
বিশ্রামে যেয়ে অপেক্ষা করছে
মানুষ তোমার, নিদারুণ নিদ্রার।

ঢাকা।

menu
menu