থাকো থাকো ঘরে থাকো

থাকো থাকো ঘরে থাকো
আবদুল হামিদ মাহবুব

দিন দিন করোনার হয় দেখি বিস্তার,
কেউ বুঝি পাবে না তার থেকে নিস্তার!
করোনার কষাঘাতে এই প্রিয় বিশ্ব,
তবে কি হয়ে যাবে একেবারে নিঃস্ব?

ছোঁয়া পেলে ছুঁয়ে দিলে করোনা হতে পারে,
থাকো সবে দূরে দূরে তাই বলি বারে বারে।
থাকো থাকো ঘরে থাকো, ঘর হলো নিরাপদ,
ঘরে থেকে সরে থেকে কাটাবো এ বিপদ।

তুমি থাকো আমি থাকি সবে থাকি ঘরে
করোনা তো হারবেই যাই সবে লড়ে।

মৌলভীবাজার।

menu
menu