উৎকর্ষের আর্কাইভে বিষাদের পান্ডুলিপি 

উৎকর্ষের আর্কাইভে বিষাদের পান্ডুলিপি 
মোহাম্মদ ইকবাল 

উৎকর্ষের আর্কাইভে অকস্মাৎ জমা বিষাদের পান্ডুলিপি 
হানসুই, ইয়াংসির জলে প্রতিবিম্বিত হতে দেখা অভিশপ্ত অভিসম্পাতের প্রেতচ্ছায়া
নুহের প্লাবনের পর থেকে কবরস্থ সমস্ত মৃত অভিসম্পাতগুলি আবারও করব ভেঙে উপরে 
মৃত্যুর নীল পয়গাম হাতে ধেয়ে এসে খামছে ধরেছে মনুষ্য আত্মশ্লাঘা 
মানুষের পরাক্রম তাচ্ছিল্য করে প্রকাশ্য বেপরোয়া বেলেল্লাপনা
ভয়ানক শারীরিক ভালোবাসায় লাজহীন খেলা
গলা প্যাচিয়ে সামনে থেকে ধরে ঠোঁট মুখে প্রণয় সিক্ত চুম্বন অতঃপর নাসারন্ধ্রের গহ্বরে বাসর
ষাটোর্ধ্বের সাথে চুটিয়ে ভালোবাসা 
উহানের রাজপথে বিষাদের পান্ডুলিপির প্রথম কবিতা 
মলয়দ্বীপের দারুচিনি সারি আন্দামানের নারিকেল বীথি 
বরফ আচ্ছাদিত আর্টিক উপকূলের সীল পেঙ্গুইন 
স্তব্ধ স্থবির জল স্থল অন্তরিক্ষ 
যন্ত্রণাদায়ক রক্তাক্ত ভালোবাসার উপাখ্যান 
লাশের মিছিল ক্রমাগত দীর্ঘ থেকে দীর্ঘতর 
মর্গে তিল ধারণের ক্ষমতা নেই
শ্মশান কবরস্থান ক্রেমাটরিয়াম শব সৎকারেও নিষেধের কাঁটাতার। 

অহেতুক খামখেয়ালিপনার সুযোগে অগণন  সুরক্ষিত দুর্গের রক্ষাব্যুহ ভেদ করছে অদৃশ্য শত্রু
দৈব অভিশাপ ইতোমধ্যেই সভ্যতার ভীত নাড়িয়ে দিয়েছে।

জিব্রাল্টার থেকে হুনুলুলু লম্বাডি থেকে মাদ্রিদ লন্ডন বার্মিংহাম এডিংবরা  
নিউইয়র্ক মায়ামি এলএ 
হংকং সিডনি  কেপটাউন 
কুয়ালালামপুর ম্যানিলা হ্যানয় 
দিল্লি রেঙ্গুন ঢাকা
তেহরান বাগদাদ মস্কো 
প্যারিস বার্লিন ব্রাসেলস
মক্কা বেথেলহাম ভ্যাটিকান 
গয়া কাশি বৃন্দাবন 
মানুষের ভয়ের উঠানে নৃতে মেতে উঠছে উলঙ্গ মহামারী 

মনুষ্য ধীশক্তি মোটেই তাচ্ছিল্যের নয়
ল্যাবে ল্যাবে নির্ঘুম গবেষণা 
ঘরে ঘরে প্রার্থনায় মানুষ
চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে চোরা অভিঘাতী প্রতিপক্ষ 
ব্যস, ক্রমেই কমতে শুরু 
ঘোষণা শুধুই সময়ের ব্যাপার অপেক্ষার 
কভিড-নাইনটিন চিরতরে কোয়ারেন্টাইন তাঁর সম্রাজ্য সম্পূর্ণ লকডাউনে
ভ্যাকসিন সিরিঞ্জের সুঁই এ করোনার অন্তহীন ভয়...

লন্ডন, যুক্তরাজ্য।

menu
menu