ভুলে ফেলে যাচ্ছো হারিয়ে

ভুলে ফেলে যাচ্ছো হারিয়ে
আলী সিদ্দিকী

পাথুরে চোখের কোলে জমা পিচুটি মুছে
তুমি ভুলে যাও পথে পথে জমা শোকের স্মৃতি
মুছে ফেলো ঠোঁটে লেগে থাকা চুমুর দাগ আর
আলিঙ্গনের উত্তাপে ফোঁটা বসন্তের রঙ।
তুমি ভুলে যাও এখানে ঘাসের সখা ছিল
রঙধনু বিহ্বল চঞ্চল রঙিন ঘাসফড়িং ছিল
আকাশগঙ্গায় ভেসে যাওয়া পরিযায়ী পাখিদল
ছিল শত শতাব্দীর তাঁতশিল্পের বুনন।
তুমি হারিয়ে ফেলো জড়িয়ে থাকা আঙুল
মুখরতায় নিখুঁত সময়ের ঘর্মাক্ত পিপাসার আর্তি
সঙ্গতি আর অসঙ্গতির চির অলঙ্গনীয় সীমানা
উষ্ণতার পরতে পুষ্পিত হৃদয়ের রোশনাই।
গোলার্ধের পথে পথে ছড়িয়ে যাচ্ছো প্রাণবিন্দু
প্রিয়জনের নির্জন সঙ্গহীন স্পর্শহীন দেহ বিসর্জন
অনিন্দ্য প্রহরমালায় রচিত মানব মনের স্পন্দন
শত সহস্র বছরের সকল সঞ্চয় যাচ্ছো ফেলে।
শূন্যতার হাহাকারে তুমি যাচ্ছো ডুবে আকণ্ঠ
মৃত্যুর মিছিলে সয়লাব তোমার সাজানো বাগান
তোমার শস্যভূমি দিনে দিনে হয়ে যাচ্ছে বিরান
প্রিয়তম এই পৃথিবী এখন আর তোমার নেই।

পেনসিলভ্যানিয়া, যুক্তরাষ্ট্র।

menu
menu