এখনো তুমি রহস্যময়ী

এখনো তুমি রহস্যময়ী
শিউল মনজুর
তোমার জন্ম কোথায়–
কখন কীভাবে এলে–
বিশ্ব সমাজে, প্রকৃতির ইতিহাসে।
উহান থেকেই কি তোমার স্বপ্নযাত্রা শুরু–
কখন, কোথায়, কোন প্রান্তে গিয়ে থামবে–
জলে স্থলে সর্বত্র
একের পর এক প্রসব করে যাচ্ছো–
ছুটে যাচ্ছো লন্ডন, রোম, মাদ্রিদ, প্যারিস, লিসবন
ফ্রাঙ্কফুট, মিউনিক অতঃপর ঘুরে বেড়াচ্ছো
নিউইয়র্ক থেকে টরোন্ট
এবং দিল্লী থেকে ঢাকা হয়ে বিশ্বময়।
নামে তো মনে হয় তুমি স্ত্রীলিঙ্গ–
তবে, এখনো তুমি রহস্যময়ী
মনে হয় দুর্দান্ত কোনো এক জেদী যুবতী।
দেখতে কী তুমি জেলিফিস্ এর মতো
নাকী রূপবতী রূপসী
পদ্মা মেঘনা যমুনার মতো দূরন্ত তরুণী–
তরুণীগুলি যেমন নিমিষেই জলের গভীরে বিলীন করে দেয়
এক জনপদ থেকে আরেক জনপদ–
তোমার রঙ কি–
হলুদ, নীল নাকি সাদা কালো–
তোমার কি সৌরভ আছে–
তুমি কি বৃত্তাকার–
ফুটবল কিংবা ক্রিকেট বলের মতো,
নাকি চর্তুভুজী
তোমার কি পা আছে–
তুমি নাকি পথে পথে বাণিজ্য বিতানে ঘুরে বেড়াও
তোমার কি ডানা আছে–
বাতাসেও নাকি উড়ে বেড়াও।
তুমি মুসলিম নাকি ইহুদী
নাস্তিক নাকি আস্তিক
সাম্যবাদী নাকী বিচ্ছিন্নতাবাদী–
দাওয়াত ছাড়াই
মসজিদে গির্জায় প্যাগোডায়
চার্চে মন্দিরে তীর্থযাত্রায় সভা মঞ্চে
এমন কি বিবাহের বাসরঘরেও তুমি প্রবেশ করো অবলীলায়।
জেনেছি, দৃষ্টিগোচরযোগ্য নও তুমি
অলক্ষ্যে গোপনে করো হন্তারক কাজ
ভেন্টিলেটরেও বাঁচানো যায় না প্রাণ
এতো এতো প্রাণ নিয়ে তোমার কি লাভ–
জেনেছি তোমার নাম করোনা
তবে কী তুমি হলিউড বলিউড এর রুপালি পর্দার
ছিপছিপে সুপারহিট নায়িকা
নাকি দৈত্য দানবের মতো অদৃশ্য দানবী–
তোমার ভয়ে বিশ্ববাসী লকডাউনে অথবা হোম কোয়ারেন্টাইন
আতঙ্কে নিদ্রাহীন যাপন করছে দিন।
তুমি কী তাহলে মায়াহীন মায়াবিনী অদৃশ্য ঘাতকিনী
উহান থেকে ভুল করে বেরিয়ে পড়া বায়োলজিক্যাল ওয়েপন–
কত প্রাণের বিনিময়ে শান্ত হবে–
তোমার ত্রাসে বেদনাদগ্ধ বিধ্বস্ত
মৃত্যুর মিছিলে শোকাচ্ছন্ন গোটাবিশ্ব অবিরাম কাঁদছে।
মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র।