করোনাভাইরাস 

করোনাভাইরাস 
গোলাম কিবরিয়া পিনু

করোনাভাইরাসের আক্রমণে যখন পতিত হয়েছে মানুষ
তখন তাকে না বাঁচিয়ে কেউ কেউ
               বাঁচাচ্ছে কুসংস্কার!
অন্ধকার ঢেলে দিচ্ছে গলগল করে—
              এখানে ওখানে!
তারা তো জানে না—
এই ভাইরাস—বয়স মানে না,  
এই ভাইরাস—ধর্ম মানে না,
এই ভাইরাস—সীমানা মানে না! 
এই ভাইরাস—  
কেবল রেস্পরিটরি কোষের একটি রিসিপ্টরকে চেনে,
এই রিসিপ্টরে যুক্ত হয়ে আমাদের কোষে ঢোকে! 
কে প্রেসিডেন্ট, কে প্রেসিডেন্টের বউ,
             কে ধনী, কে গরীব, 
কে করদাতা, কে ধর্মযাজক, কে বৈজ্ঞানিক,
কে কী—তার কাছে কোনা পরিচয়ের কোনো মূল্য নেই!
এই সময়ে—হৃদয়তন্ত্রীতে হৃদয় বাজাও, 
         এই সময়ে—মনশ্চক্ষু খুলে
মানবপ্রকৃতির স্বভাবসৌন্দর্য নিয়ে
           নিজে বাঁচো, মানুষকে বাঁচাও—
             পৃথিবী ও সভ্যতাকে বাঁচাও!
থামো, মূর্খতার বিউগল বাজিও না!
থামো, মূঢ়তার পাখোয়াজ বাজিও না!
হাঁদারামদের সম্মোহনে—
    জ্ঞানশূন্য ও বোধশূন্য হয়ে
             আকাশচারী হয়ে উঠ না!
ভূত-পেত্নির মতন ধেই ধেই করে নেচো না!
সংবেদনশীল ও সংবেদী হও, সাড়া দাও—
মুমূর্ষু ও মরণাপন্ন মানুষকে বাঁচাও
নিজেও বাঁচো,
অবলুপ্তি ও সর্বনাশ নিয়ে শোকগাথা ও মর্মপীড়া
দৈর্ঘ্য-প্রস্থে বাড়তে দিও না!

ঢাকা। 

menu
menu