অমরত্ব

অমরত্ব
সংঘমিত্রা ঘোষ
চৈত্রের সকালে, বৈশাখের রাতে
মৃত্যু গুনছিলাম প্রতিদিন।
জানা অজানা পৃথিবীর ওপর চুপ করে শুয়ে আছে সারি সারি মৃত্যুরা।
মৃত্যুকে বশ করতে পারেনি মানুষ কোনোদিনই।
অমরত্ব নেই জেনেও অমর হতে চেয়েছে তবু।
আকাশ, মাটি, জলের উপর নাম লিখতে লিখতে দৌড়েছে আর দৌড়েছে।
দখলের মুঠো বড় হয়েছে প্রতিদিন।
অথচ দেখ যাদের সীমা নেই তারাই অমর।
তবে আজ মৃত্যু গুনতে গুনতে মানুষ খুলে দিক মুঠো।
আলো, বাতাস, মাটির মতো সীমানা পার করে মিশে যাক শুধু।
ইমারতে,পুঁজিতে নয় মানুষ বয়ে যাক এ মন থেকে ও মনে।
আসলে মানুষের অমরত্ব দিতে পারে মন যার কোনো সীমা নেই।
শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।