যারা বেঁচে যাবে

যারা বেঁচে যাবে
তমিজ উদ্‌দীন লোদী

যারা বেঁচে যাবে তারা খুব মিরাকেল
অদৃশ্য থাবার থেকে বেরিয়ে এসে তারা দেখবে বিমুক্ত আকাশ
তারা দেখবে নীল, তারা দেখবে সবুজ, তারা দেখবে স্বচ্ছ জল
কোথাও দূষণ নেই, দেখবে ঝাঁক ঝাঁক শালিকের ডানা
দেখবে প্রকৃতি কী অপরূপ আবারো ঠিকঠাক প্রকৃতি হয়ে উঠেছে
তারা দেখবে গলনপ্রবণ গ্লেসিয়ার ঠিক হয়ে গেছে
দেখবে ওজনস্তরের ফুটো ভোজবাজির মতো উধাও

সীসা ও কার্বন নেই , কার্বন-মনোক্সাইডের বিষ নেই
শ্বাসরুদ্ধকর কার্বন-ডাই-অক্সাইডের আধিক্য নেই
অফুরন্ত অক্সিজেন খেলছে বাতাসে

তারা দেখবে বিলুপ্ত প্রজাতির মাছ, পশুগুলো
আবারো পুনর্জীবিত
শস্যক্ষেত্রগুলো প্রাকৃতিক, বিষাক্ত কীটনাশক আর
ফরমালিনের দৌরাত্ম্য নেই

আলে আলে মুথোঘাস, ঝরছে শিশির

বর্ষার আকাশে মেঘ, বৃষ্টির প্রতাপ
আবারো চন্দ্রকলা, জ্যোৎস্নাদৃশ্য, চান্দ্রলাভায় ভেসে যাওয়া দিগন্তবিস্তৃত মাঠ

আবারো দৌড়ানো হরিণ, বাঘেদের ব্রীড়া
আবারো মালজোড়া, ভাটিয়ালি, বাউলের সুর
আবারো কবিতাখানি, কে তুমি পড়িছ বসি শতবর্ষ পরে ।

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

menu
menu