অন্ধকার দূর হলে মানুষ সমান
অন্ধকার দূর হলে মানুষ সমান
ভাগ্যধন বড়ুয়া
এবার হিসাব হোক, উপলব্ধি হোক
এবার পাখির গানে সবুজ দেখুক
অরণ্য পুড়িয়ে যারা বাহবা কুড়ালে
তারাও ঘরের কোণে কড়া সঙ্গরোধে...
উদ্যত অহং নিয়ে হাইওয়ে দৌড়
কোথাও থামার কথা, মাথায় আসেনি!
সুপার গতিতে নাকি আকাশ নাগাল
প্রথম পিছন ফিরে দ্বিতীয় কাছেই!
আণবিক বোমা জানে হিরোশিমা ক্ষত
বিশ্বযুদ্ধ মনে রাখে মৃত্যুর মিছিল
দানবীয় রূপে ফ্লু মহাদেশ ঘুরে
মহামারি কেড়ে নেয় গতির প্রবাহ!
গোলক নীরবে সহে অন্ধকার সীমা
পেন্ডুলাম ঝুকে যায় ভরকেন্দ্র বুঝে
নিশ্বাসে কার্বন বেশি অস্থি-মাংস ক্ষয়
এবার থামাও চাকা আসন্ন বিপদ!
মিথোজীবী মনে যদি মানবতা জাগে
আলোটুকু ভাগ করে আঁধার সরায়
ভাগাভাগি করে নেয় শোক-দুখ-সুখ
অভিন্ন দুনিয়া জুড়ে সবাই জ্ঞাতি।
পুনর্জন্ম লাভ যেন নতুন হিসাব
মহতী চেতনা নিয়ে পরবর্তী ধাপ
বৈশাখ সাজাবে মন মুখে মুখে গান
অন্ধকার দূর হলে মানুষ সমান।
চট্টগ্রাম