হংসকুলের স্বাধীনতা

হংসকুলের স্বাধীনতা
মোশতাক আহমদ 

চিমনিগুলো নিভে আছে, বুড়িগঙ্গায় অভাবিত অবসর,
উড়ছে না শতকোটি গ্যালনের পল্যুশন।
পথে পথে ভয়, সমুদ্রে ভয়
ভয় বনানীতে, ভয় আসমানে।
অথচ আকাশটা আরো নীল, অথচ বাতাস টেনে সুখ—
মানুষই অন্তরীণ সমুদয় কারখানা—কলুষতাসহ। 

চিমনিগুলো নিভে আছে, বুড়িগঙ্গায় বিশ্রাম,
ছুটছে না শতকোটি গ্যালনের পল্যুশন।

নীল ঢেউয়ের মাথায় মাতোয়ারা ডলফিন,
কাছিমের মেলা বসে গেছে ভুবনেশ্বরে।

অদেখা অণুজীব ভাস্কো ডা গামা, আর কতদূর!
অদেখা অণুজীব হিউ এন সাং আজ কোন্ ভূগোল?

মানুষ ঘরবন্দি থাকলে দিকে দিকে সবুজের সতেজতা বাড়ে,
মানুষ ঘরবন্দি থাকলে হংসকুলে স্বাধীনতার পতাকা ওড়ে।

নীল ঢেউয়ের মাথায় মাতোয়ারা ডলফিন,
কাছিমের মেলা বসে গেছে সুদূর সৈকতে।

ঢাকা

menu
menu