লাশের উৎসবে
লাশের উৎসবে
সাইফুল্লাহ মাহমুদ দুলাল
স্বপ্নে আমরা যে হাসিমার্কা ছবি তুলেছিলাম এবং
স্বপ্নে তুমি যে ফোন নম্বর দিয়েছিলে, তা একটি ভাইরাস।
অদৃশ্য।
স্বপ্ন আর অদৃশ্যের মধ্যে অবৈধ সম্পর্ক।
আমরা দুই দেশে এক শহরে থাকি।
মার্কিন গোয়েন্দাসংস্থার মতো জীবানুবা আমাদের খোঁজে।
গন্ধম নিষিদ্ধ, মদ্যপান জায়েজ!
যদিও বার বন্ধ, মসজিদ বন্ধ; লাশের উৎসবে
আমাদের জন্মদিন আর মৃত্যুদিন এক।
জন্ম থেকে মৃত্যুর দৈর্ঘ-দূরত্ব কত দূর?
১ এপ্রিল ২০২০, টরন্টো, কানাডা।