আজ এই মুমূর্ষু সুখক্ষণে
আজ এই মুমূর্ষু সুখক্ষণে
বদরুজ্জামান জামান
ধীরে ধীরে ভয় ধেয়ে আসছে কাছে,
আমরা পালিয়ে আছি, পালিয়ে যেতে চাচ্ছি,
অথচ সর্বত্র ভয়ের রাজত্ব এখন।
গৃহে নিঃসঙ্গ কত সময় নির্ভয়ে থাকা যায়?
হুলুস্থুল কিংবা তুলকালাম কাণ্ডে
আমাদের শক্তি সাহস অর্জন বিসর্জন সৃষ্টি ধ্বংস স-ব।
গৃহবাস- সব আয়োজন দিনদিন ব্যর্থ করে দিচ্ছে।
হৃদয়াকাশের সব রঙ মুছে দিচ্ছে ধূসর ফানুস ,
কণ্ঠের সব সুর সব বৈচিত্র ।
ধীমান সময়ে ক্রমশ দীর্ঘ হচ্ছে আমাদের গৃহবাস ।
আসুন আজ এই মুমূর্ষু সুখক্ষণে ধেয়ে আসা সব ভয় মুছে
আমরা অনুসন্ধানী হই অনন্ত সুখের।
প্যারিস, ফ্রান্স।