মৃত্যু

মৃত্যু
কাজী জহিরুল ইসলাম
দুপুরের রঙ এতোটা কৃষ্ণ দেখিনি
মুখ কালো করে বসে আছে দিনু মাসিমা
এ-অন্ধকারে কি করে তোমাকে যে চিনি
মনের শক্তি ঠিক রেখে আমি হাসি মা।
আর কতদিন মনকে বুঝিয়ে রাখব
মৃত্যু-মিছিল হচ্ছে দীর্ঘ ক্রমশ
সেই পথে আমি কার নাম ধরে ডাকব
মৃত্যুর হাতে কালো নোখ আর লোমশও।
জাত-পাত নেই সবখানে হানা দিচ্ছে
কারো পিতা, কারো ভাই, বোন, বঁধু মিছিলে
বীর দর্পে সে হানা দিয়ে তুলে নিচ্ছে
ফিরে দেখে না সে কত বড় তুমি কি ছিলে।
৯ এপ্রিল ২০২০, হলিসউড, নিউইয়র্ক।